আন্তর্জাতিক ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০২৫
চীন তাদের পারমাণবিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের একটি সাম্প্রতিক খসড়া প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন সম্ভবত মঙ্গোলিয়া সীমান্তের কাছাকাছি নবনির্মিত ক্ষেপণাস্ত্র গুদামগুলোতে (Silo fields) ১০০টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) মোতায়েন করেছে।
পেন্টাগনের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, চীন তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ যে হারে বাড়িয়ে চলেছে, তাতে ২০৩০ সালের মধ্যে দেশটির পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যেতে পারে। মূলত নিজেদের সামরিক শক্তিকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হিসেবে জাহির করতেই বেইজিং এই পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে চীন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো আন্তর্জাতিক সংহতি বা আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে না। বেইজিং মনে করে, তাদের পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় অনেক কম, তাই আগে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা প্রয়োজন।
মঙ্গোলিয়ার কাছাকাছি এই বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি এশীয় অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনার সৃষ্টি করেছে। ওয়াশিংটন মনে করছে, চীনের এই দ্রুত অস্ত্রায়ন কৌশল কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্বজুড়ে শক্তির ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে।



