এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভয়ানক শুরু ছিল বাংলাদেশের, দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। প্রথম দুই ওভারেই পড়ে যায় দুই উইকেট। এর পর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তবে হৃদয় ৯ বলে মাত্র ৮ রান করে রানআউট হয়ে ফিরে যান।
শেখ মেহেদি ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাত্র ৯ রানে। দলীয় সংগ্রহ তখন মাত্র ৩৮।
লিটন চেষ্টা করেছিলেন ব্যাটিং বিপর্যয় সামাল দিতে। কিন্তু হাসারাঙ্গার ঘূর্ণিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনিও ফিরলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ২৬ বলে ২৮ রান করেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় যখন দল ধুঁকছিল, তখন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী জুটিতে ধাক্কা সামলায় টাইগাররা।
ম্যাচে শ্রীলঙ্কার ফিল্ডিং ছিল অসাধারণ। ডিরেক্ট হিট ও চমৎকার ফিল্ডিংয়ে কয়েকটি রান বাঁচায় তারা। শেষদিকে লঙ্কান বোলাররা ছিলেন যথেষ্ট আঁটসাঁট। হাসারাঙ্গা ২ উইকেট নেন, থুসারা ও চামিরা ১টি করে উইকেট পান।
শ্রীলঙ্কার এটি এশিয়া কাপে প্রথম ম্যাচ হলেও বাংলাদেশ এর আগে হংকংকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। তবে আজ শুরুতে ধাক্কা খেলেও জাকের-শামীমের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।



