আন্তর্জাতিক ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০২৫
বিশ্বখ্যাত ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘কল অব ডিউটি’ (Call of Duty)-র সহ-প্রতিষ্ঠাতা এবং রেসপন এন্টারটেইনমেন্টের প্রধান ভিন্স জ্যাম্পেলা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ইলেকট্রনিক আর্টস (EA) এক বিবৃতিতে এই অপূরণীয় ক্ষতির খবরটি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় রবিবার দুপুরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সংলগ্ন ‘অ্যাঞ্জেলেস ক্রেস্ট হাইওয়েতে’ এই দুর্ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, জ্যাম্পেলার দ্রুতগামী ফেরারি গাড়িটি একটি টানেল থেকে বের হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং একটি কংক্রিট ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের সাথে সাথেই গাড়িটিতে আগুন ধরে যায়। জ্যাম্পেলা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং গাড়িতে থাকা অপর একজন যাত্রী হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ভিন্স জ্যাম্পেলা আধুনিক গেমিং ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ২০০৩ সালে ‘ইনফিনিটি ওয়ার্ড’ স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ‘কল অব ডিউটি’ নির্মাণ করেন, যা আজ বিশ্বের অন্যতম শীর্ষ বিনোদন সম্পদে পরিণত হয়েছে। পরবর্তীতে তিনি ‘রেসপন এন্টারটেইনমেন্ট’ প্রতিষ্ঠা করে Apex Legends, Titanfall এবং Star Wars Jedi সিরিজের মতো জনপ্রিয় গেমগুলো উপহার দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিখ্যাত ‘ব্যাটলফিল্ড’ (Battlefield) সিরিজের নতুন সংস্করণের কাজ তদারকি করছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইএ (EA) বলেছে, “ভিন্স জ্যাম্পেলা কেবল একজন দূরদর্শী স্রষ্টা ছিলেন না, তিনি ছিলেন একজন অকৃত্রিম বন্ধু এবং অনুপ্রেরণাদায়ী নেতা। তার কাজ পরবর্তী প্রজন্মের গেম ডেভেলপারদের পথ দেখাবে।” বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত এবং গেমিং কমিউনিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছে।



