আন্তর্জাতিক ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০২৫

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাব্য চিন্তা বা উচ্চাকাঙ্ক্ষার তীব্র বিরোধিতা করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সাফ জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই জাপানকে পারমাণবিক শক্তিতে পরিণত হতে দেওয়া যাবে না।

রোববার (২১ ডিসেম্বর) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানকে একটি ‘যুদ্ধাপরাধী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, “জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তবে তা পুরো মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। বিশ্বশান্তির স্বার্থে জাপানের এই ধরণের উচ্চাকাঙ্ক্ষা যেকোনো মূল্যে রুখে দিতে হবে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের প্রেক্ষাপটে জাপানের সামরিক শক্তি বৃদ্ধি এবং পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য চরম উদ্বেগের কারণ।

সম্প্রতি জাপানের কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ এক আলোচনায় মত দেন যে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জাপানের নিজস্ব পারমাণবিক অস্ত্র থাকা উচিত। দীর্ঘ সময় ধরে জাপান ‘পারমাণবিক অস্ত্রহীন’ নীতির অনুসারী হলেও, উত্তর কোরিয়ার ঘনঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাবের কারণে জাপানের অভ্যন্তরে এই নীতি পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই কড়া বিবৃতি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে স্নায়ুযুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতার আভাস দিচ্ছে। একদিকে উত্তর কোরিয়া নিজের পারমাণবিক ভাণ্ডার সমৃদ্ধ করছে, অন্যদিকে জাপানের মতো রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা কৌশল পুনর্মূল্যায়ন করছে। ফলে এই অঞ্চলে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts