নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট | ২১ ডিসেম্বর, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পে কর্মরত বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে দহগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর কাছে কয়েকজন গরু পাচারকারীকে ধাওয়া করছিলেন বেদ প্রকাশ। একপর্যায়ে তিনি শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এসময় ওই এলাকায় টহলরত আঙ্গরপোতা বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

আটক বিএসএফ সদস্যের কাছ থেকে ১টি শর্টগান, ২ রাউন্ড গুলি, ১টি ওয়্যারলেস সেট, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দহগ্রাম চারদিকে ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ প্রায়ই উস্কানিমূলক কর্মকাণ্ড চালায়। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে বিএসএফের বাড়াবাড়ি বন্ধের দাবি জানান।

দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ৫১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। ভারতীয় পক্ষ তাদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং আটক সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

বর্তমানে আটক বিএসএফ সদস্য বিজিবি হেফাজতে রয়েছেন। বিজিবি জানিয়েছে, ১৯৭৫ সালের সীমান্ত চুক্তি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts