নিজস্ব প্রতিবেদক, ভোলা | ১৮ ডিসেম্বর ২০২৫
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বোরহানউদ্দিন থানাধীন টগবী ইউনিয়ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাত ১০:০৫ মিনিটে টগবী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি’র এসআই মোঃ আবু হানিফ ও তার সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ হাসনাইন (২৮)। তিনি বোরহানউদ্দিন উপজেলার মূলাইপত্তন (৯নং ওয়ার্ড, টগবী ইউপি) এলাকার মোঃ সালেম ও ফাতেমা বিবির পুত্র। তল্লাশিকালে তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



