আন্তর্জাতিক ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৫

পারস্য উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে পাকিস্তানের সঙ্গে বিশেষ সহযোগিতামূলক চুক্তি করতে আগ্রহী হয়ে উঠছে আরব দেশগুলো। সৌদি আরবের পর এখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান এবং কুয়েতের মতো দেশগুলোও ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর পথে হাঁটছে।

ইউরেশীয় ফোরামে রুশ রাষ্ট্রদূতের তথ্য

সম্প্রতি অনুষ্ঠিত ‘রাশিয়া-পাকিস্তান ইউরেশীয় ফোরাম ২০২৫’-এ বক্তব্য রাখতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানান সৌদি আরবে নিযুক্ত সাবেক রুশ রাষ্ট্রদূত আন্দ্রে বাকলানভ। সংবাদ সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “উপসাগরীয় দেশগুলোর সামুদ্রিক নিরাপত্তায় অভিন্ন স্বার্থ রয়েছে। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এবং সামরিক সক্ষমতা এই অঞ্চলের স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখতে পারে।”

সৌদি আরবের পথ অনুসরণ

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির অধীনে সামুদ্রিক সীমান্তে যৌথ টহল, তথ্য আদান-প্রদান এবং সন্ত্রাসবাদ দমনের বিষয়ে একমত হয় দুই দেশ। বাকলানভের মতে, এই চুক্তিটি এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য একটি ‘মডেল’ হিসেবে কাজ করছে।

কেন আগ্রহী আরব দেশগুলো?

বিশ্লেষকরা এই আগ্রহের পেছনে তিনটি প্রধান কারণ দেখছেন: ১. নৌ-নিরাপত্তা: পারস্য উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং জলদস্যুতা রোধ। ২. প্রতিরক্ষা বৈচিত্র্য: শুধু পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর না করে আঞ্চলিক শক্তিশালী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো। ৩. প্রশিক্ষণ ও প্রযুক্তি: পাকিস্তান নৌবাহিনীর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন।

পাকিস্তানের ভূ-রাজনৈতিক গুরুত্ব

এই সম্ভাব্য চুক্তিগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পাকিস্তানের প্রভাব আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে গওয়াদর বন্দর এবং আরব সাগরে পাকিস্তানের নিয়ন্ত্রণ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি সরবরাহের রুট সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আন্দ্রে বাকলানভ আরও যোগ করেন যে, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ইতিমধ্যে এই বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। কুয়েতও এই জোটে যোগ দিলে এটি একটি শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts