জার্মানির ড্রেসডেনে অবস্থিত ভক্সওয়াগনের ঐতিহাসিক কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় ৮৮ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি সেখানে স্থায়ীভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এক সময় এই কারখানা থেকে বছরে প্রায় দুই লাখ গাড়ি উৎপাদিত হতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে চলমান অর্থনৈতিক সংকট, জ্বালানি ব্যয়ের ব্যাপক বৃদ্ধি এবং বৈশ্বিক শিল্প প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠায় কারখানাটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানা বন্ধের ফলে প্রায় ৩৫ হাজার কর্মী তাদের চাকরি হারিয়েছেন, যা জার্মানির শিল্প খাতে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে সস্তা জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক জার্মান শিল্প খাতের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠান কার্যক্রম সীমিত বা বন্ধ করতে বাধ্য হচ্ছে।
ভক্সওয়াগনের এই সিদ্ধান্তকে জার্মান শিল্প ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে, যা ইউরোপের শিল্প ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।



