বুলগেরিয়ায় টানা রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতির অভিযোগ এবং ব্যর্থ অর্থনৈতিক নীতির কারণে দেশব্যাপী জনবিক্ষোভ তীব্র আকার ধারণ করার পর অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ।
সংসদে ষষ্ঠ অনাস্থা প্রস্তাবের ভোট শুরুর কয়েক মিনিট আগে তিনি হঠাৎ করেই তার সরকারের পদত্যাগ ঘোষণা করেন।
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী সোফিয়া সহ বিভিন্ন শহরে এক লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমে সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভে অংশ নেন।
দুর্নীতি, বিতর্কিত বাজেট, মূল্যস্ফীতি, এবং সরকারের ব্যর্থ অর্থনৈতিক নীতি—এসব ইস্যুতে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।
পদত্যাগের পর এখন বুলগেরিয়ার প্রেসিডেন্টের ওপর দায়িত্ব পড়েছে নতুন সরকার গঠন বা আগাম নির্বাচন ঘোষণার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশটির সামনে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়, কারণ দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।



