পোল্যান্ড তাদের বহরে থাকা শেষ পর্যায়ের প্রায় ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহের বিষয়ে আলোচনা করছে। তবে এবার এটি নিছক সহায়তা নয়; বরং প্রযুক্তি বিনিময় চুক্তির ভিত্তিতেই বিমান হস্তান্তরের সিদ্ধান্ত হতে পারে।
সূত্র জানায়, সম্ভাব্য চুক্তির আওতায় ইউক্রেন পাবে মিগ-২৯ যুদ্ধবিমান, অস্ত্র ও অতিরিক্ত যন্ত্রাংশ। এর বিনিময়ে পোল্যান্ড চাইছে ইউক্রেনের ড্রোন প্রযুক্তি এবং মিসাইল প্রযুক্তির সহযোগিতা, যা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কাজে লাগাতে চায় দেশটি।
এ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী হওয়া এবং পোল্যান্ডের সামরিক আধুনিকায়ন—উভয় ক্ষেত্রেই এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।



