জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৃত্যু বরণ করেছেন। তিনি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনের গণনাকেন্দ্রে জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন, ‘গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পরে জান্নাতুল ফেরদৌস বাসায় চলে যান। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



