ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন

আশুগঞ্জ স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বেলা সাড়ে ১১টার দিকে রওনা হলে তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছার সময় দুর্ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক টানেন। এতে ইঞ্জিনসহ সামনের অংশের বগি নিয়ে ট্রেনটি স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে থামে।

কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন

দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও হৈচৈ দেখা দিয়েছে, তবে বড় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

শহিদুল ইসলাম জানান, আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনের কর্মীরা এবং কালনী এক্সপ্রেসের লোকজন বাফার পুনঃসংযোগের চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, একাধিক লাইন থাকার কারণে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts