দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে শর্তসাপেক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

পূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০টন ইলিশ রপ্তানি

এতে বলা হয়, রপ্তানির জন্য আগ্রহী আবেদনকারীদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অফিস সময়ের মধ্যে হার্ড কপি আকারে আবেদন জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি), আয়কর সনদ, ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

পূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০টন ইলিশ রপ্তানি

সরকার প্রতি কেজি ১২.৫ মার্কিন ডলার করে ইলিশের সর্বনিম্ন রপ্তানি মূল্য নির্ধারণ করেছে। উল্লেখযোগ্য, যারা পূর্বে আহ্বান ছাড়া আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts