ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায় দুষ্কৃতিকারীরা। পরে উদ্ধার করে তাকে জরুরি ভিত্তিতে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। বিভিন্ন ইসলাম ধর্মীয় সংগঠন ভোলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে।



