তেহরান, ১৮ ডিসেম্বর ২০২৫ — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির বিমান বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এনেছেন। এক বিশেষ ডিক্রির মাধ্যমে বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ-কে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে সামরিক সংঘাত (১২ দিনের যুদ্ধ) হয়েছিল, তাতে বিমান ও প্রতিরক্ষা বাহিনীর পারফরম্যান্স নিয়ে তেহরান সন্তুষ্ট ছিল না। এই সংঘাতের পর সামরিক গোয়েন্দা সংস্থাগুলো বাহিনীর সক্ষমতা নিয়ে যে মূল্যায়ন প্রতিবেদন জমা দিয়েছে, তার পরপরই এই রদবদলের সিদ্ধান্ত এল।
- সংঘাতের প্রভাব: গত জুনের যুদ্ধে ইরানের বেশ কিছু কৌশলগত সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে বিমান বাহিনীর ব্যর্থতা নিয়ে খোদ খামেনি এবং আইআরজিসি-র (IRGC) ভেতর সমালোচনা তৈরি হয়।
- দায়িত্ব হস্তান্তর: নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পাওয়া বাহমান বেহমার্দ এর আগে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদ্য বিদায়ী কমান্ডার হামিদ ভাহেদি-র স্থলাভিষিক্ত হলেন।
শুধুমাত্র বিমান বাহিনীই নয়, ইরানের এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা শাখার নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি-কে বিমান প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান করা হয়েছে। এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে, তেহরান তাদের আকাশসীমা সুরক্ষায় নতুন কৌশল অবলম্বন করছে।
ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সূত্র অনুযায়ী, এটি কেবল শুরু। গুঞ্জন শোনা যাচ্ছে যে, আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে আগামী কয়েক দিনের মধ্যে তাদের পদ থেকে অপসারণ করা হতে পারে। জুন মাসের সংঘাত পরবর্তী ‘শুদ্ধি অভিযান’ হিসেবে এটিকে দেখছেন অনেকে।



