মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে শুল্ক ছাড় পাচ্ছে মার্কিন মিত্ররা। নিকেল, সোনা ও অন্যান্য ধাতব পদার্থ, ওষুধ তৈরির রাসায়নিক উপাদান এবং অন্যান্য পণ্যে এই ছাড় কার্যকর হবে।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সাত মাসে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে বড় ধরনের শুল্ক বৃদ্ধি করেন। তবে সর্বশেষ যে নির্বাহী আদেশটি শুক্রবার জারি করা হয়েছে, সেখানে ৪৫টিরও বেশি পণ্যের তালিকা দেওয়া হয়েছে এসব পণ্য যদি “সমন্বিত বাণিজ্য অংশীদার” দেশ থেকে আসে, সেগুলোর ওপর আর আমদানি শুল্ক থাকবে না।
নতুন এই শুল্ক ছাড় আগামী সোমবার থেকে কার্যকর হবে। এতে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের সঙ্গে করা আগে থেকেই বিদ্যমান কিছু চুক্তির ভিত্তিতেই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।
এই আদেশে কিছু কৃষিপণ্য, উড়োজাহাজ ও তার যন্ত্রাংশ এবং ওষুধ তৈরির জন্য প্রযোজ্য কিছু অনাবিষ্কৃত পণ্যের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে।
নির্দেশনাটি কার্যকর হলে মার্কিন বাণিজ্যে নতুন এক ধারা সূচিত হতে পারে, যা একদিকে বৈশ্বিক বিনিয়োগে উৎসাহ দেবে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি কিছুটা নমনীয় হবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।



