লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, এতে ৫ জন নিহত হয়েছেন, এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ । এ ছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ূন রশিদ। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দুজন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না, তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রয়েছেন। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts