ঢাকা: রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় রাতভর গুঁড়ি গুঁড়ি থেকে শুরু করে সকাল পর্যন্ত অঝোরে ঝরা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা, ফলে সকাল থেকে তৈরি হয়েছে তীব্র যানজট।
সকাল ৭টার পর থেকেই পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এর সঙ্গে চলছে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ, যা ভোগান্তি আরও বাড়িয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মনিপুরীপাড়া, নিউমার্কেট, আসাদগেট ও জিগাতলাসহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি দেখা গেছে।



