ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বিকাল ৪টায় শেষ হয়েছে । এখন চলছে ভোট গণনা।

মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে যা শুরুহয়েছিল সকাল ৮টায় , ভোটগ্রহণ শেষে গণনার প্রক্রিয়া সারতে আরও ৪৫ মিনিট লেগে যায়। বিকাল পাঁচটার পর ৮ কেন্দ্রেই ভোট গণনা শুরু হয়।

প্রতিনিধি নির্বাচনে ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন শিক্ষার্থীরা। ১৪টি মেশিনে এসব ব্যালট গোনা হচ্ছে। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন; ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন ভোটার। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী মোট ৪৭১ জন। প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪টি। ১৮টি হলে এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে। আর ১৩ জন করে ২৩৪ নেতা পাচ্ছে পাচ্ছে ১৮টি হল সংসদ।

ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। ছয় বছর পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts