চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোমবার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা ও দুটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। জব্দকৃত অস্ত্রের বিপরীতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts