লন্ডন, ১৮ ডিসেম্বর ২০২৫ — বেতন বৈষম্য ও উন্নত কর্মপরিবেশের দাবিতে ইংল্যান্ডজুড়ে আবারও কর্মবিরতি শুরু করেছেন হাজার হাজার চিকিৎসক। বুধবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট টানা পাঁচ দিন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে এমন এক সময়ে এই ধর্মঘট শুরু হলো যখন দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা (NHS) শীতকালীন ফ্লু সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (BMA) জানিয়েছে, সরকারের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও বেতন ও কর্মসংস্থান নিয়ে কোনো সন্তোষজনক প্রস্তাব আসেনি। ফলে বাধ্য হয়েই রেসিডেন্ট চিকিৎসকরা (জুনিয়র ডাক্তার) আবারও রাজপথে নেমেছেন। তাদের অভিযোগ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির তুলনায় তাদের বেতন অনেক কম।
ধর্মঘটের প্রতিক্রিয়ায় ব্রিটিশ স্বাস্থ্যসচিব একে ‘অবাস্তব দাবি’ বলে অভিহিত করেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে গত বছরই চিকিৎসকদের বেতন প্রায় ২৮.৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। বর্তমান আন্দোলনে চিকিৎসকরা আগামী কয়েক বছরে আরও ২৬ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এই দাবিকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অযৌক্তিক বলে মনে করছে।
ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) জানিয়েছে, শীতকালীন এই সময়ে দ্রুত গতিতে ফ্লু সংক্রমণ বাড়ছে। এই সংকটকালীন মুহূর্তে চিকিৎসকদের পাঁচ দিনব্যাপী অনুপস্থিতি হাসপাতালের সাধারণ সেবা এবং জরুরি অস্ত্রোপচারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। কর্তৃপক্ষ রোগীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।



