লন্ডন, ২১ সেপ্টেম্বর – অবশেষে ব্রিটেন প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে দেওয়া আল্টিমেটাম অমান্য করায় এ সিদ্ধান্ত নিল লন্ডন।
রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “আজ আমরা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি। এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুলে দেবে এবং ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশা আবারও জাগ্রত করবে।”
বিশ্বের ১৪০টিরও বেশি দেশ আগেই প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। এবার ব্রিটেন সেই তালিকায় নাম লেখাল। একই দিনে কানাডা ও অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে আরও কয়েকটি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে।
এর আগে গত জুলাইয়ে ব্রিটেন ইসরায়েলকে সতর্ক করেছিল যুদ্ধবিরতি, গাজায় মানবিক সহায়তা প্রবেশ, পশ্চিম তীর দখল না করা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অঙ্গীকার এসব শর্ত পূরণ না হলে লন্ডন প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে। কিন্তু ইসরায়েল তা মানেনি।
লন্ডনে প্যালেস্টাইনের মিশনের প্রধান হুসাম জোমলট এ সিদ্ধান্তকে “অত্যন্ত বিলম্বিত হলেও ঐতিহাসিক” বলে অভিহিত করেছেন। তাঁর ভাষায়, “এটি শুধু প্যালেস্টাইনের ব্যাপার নয়, বরং ব্রিটেনের একটি নৈতিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত।”
স্টার্মার সরকারের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অস্বস্তিতে ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে গাজার ভয়াবহ পরিস্থিতি ও শিশুদের না খেতে পেয়ে কষ্টের দৃশ্য দেখে ব্রিটেনের ভেতর থেকেই সরকারের ওপর চাপ বাড়ছিল। অবশেষে সেই চাপই কাজে দিলো আর প্যালেস্টাইন পেল বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক স্বীকৃতি।



