ডিসেম্বরে নির্বাচন চাওয়া অনেকেই এখন ভোট পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকরি বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা ষড়যন্ত্রকারীদের মাথায় ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে এখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা এখন নানা ষড়যন্ত্র করছে।

আদালতে সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,  আদালতের  বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের চাপ প্রয়োগের নানা ঘটনা আমরা দেখেছি, আদালত ন্যায় ও ইনসাফের জায়গা,  সেখানে এ ধরনের হামলা নিন্দাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts