কক্সবাজার শহরে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যার অভিযোগে বিমল চাকমা (৫৪) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, তারা রাঙামাটিতে আনারসের ব্যবসা করতেন, সেটা দিয়ে সংসার চলে না, তাই তিন দিন আগে সুপারি বাগানে কাজ করার জন্য কক্সবাজারে আসেন এবং পূর্ব পরিচিত ওই ব্যক্তির বাসায় উঠেন।
এই নারী অভিযোগ করে বলেন, স্বামীকে হত্যার পর ওই ব্যক্তি তার সঙ্গে ‘খারাপ কাজ’ করেছে। এক পর্যায়ে তিনি পালিয়ে এসে মানুষ ডাকেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে নিহতের নাম রঞ্জন চাকমা (৫৫)। ঘটনার পর কৌশলে পালানোর সময় ঘাতক বীরেল চাকমাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান।



