নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২১ ডিসেম্বর, ২০২৫
দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং চলমান বিশেষ অভিযান সম্পর্কে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অগ্রগতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানত দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে: ১. অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানের সাফল্য ও বর্তমান অবস্থা। ২. সার্বিক আইনশৃঙ্খলা: জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ নামে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান চালানো হচ্ছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত এক সপ্তাহে এই অভিযানে দেশজুড়ে মোট ৫,৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জেলা শহরগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
সম্প্রতি জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর করার সিদ্ধান্ত নেয় সরকার। ওই ঘটনার পর থেকেই মূলত এই দ্বিতীয় পর্যায়ের অভিযান (Phase-2) শুরু হয়। আজকের সংবাদ সম্মেলনে এই অভিযানের ভবিষ্যৎ রূপরেখা এবং গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



